হতাহতদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কী থেকে ওই বিস্ফোরণ ঘটেছে খনি কোম্পানি তা নির্দিষ্ট করে জানায়নি।
সংগৃহিত
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যে একটি রূপার খনিতে বিস্ফোরণে দুই শ্রমিক নিহত ও আরও একজন আহত হয়েছেন।
রয়টার্স জানিয়েছে, সম্প্রতি নতুন করে চালু করা পলিমেটালস রিসোর্সেস এর মালিকানাধীন এনডেভার সিলভার, জিঙ্ক এন্ড লেড খনিতে মঙ্গলবার বিস্ফোরণটি ঘটেছে। এতে সাময়িকভাবে খনিটির কার্যক্রম বন্ধ রাখা হয়।
খনিটি সিডনি শহর থেকে প্রায় ৭০০ কিলোমিটার উত্তরপশ্চিমে খনি শহর কোবারে অবস্থিত।
অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মক্ষেত্রে একটি সঙ্কটজনক ঘটনা ঘটার পর জরুরি পরিষেবাগুলোকে ওই প্রত্যন্ত খনিটিতে ডেকে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, তাদের বিশ্বাস এ ঘটনায় ষাটোর্ধ্ব এক পুরুষ ও বিশোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে এবং বিশোর্ধ্ব আরেক নারী আহত হয়েছেন। আহত নারীকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার আঘাত তেমন গুরুতর নয়।
হতাহতদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কী থেকে ওই বিস্ফোরণ ঘটেছে পলিমেটালস তা নির্দিষ্ট করে জানায়নি।
পলিমেটালসের নির্বাহী চেয়ারম্যান ডেভ স্প্রাউল জানিয়েছেন, ঘটনার পর থেকে খনিটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
১৯৮২ সাল থেকে খনিটিতে কার্যক্রম চলছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২০২০ সাল থেকে খনিটি বন্ধ রাখা হয়েছিল। ২০২৩ সালে পলিমেটালস খনিটি কিনে নেয় আর চলতি বছর থেকে এটি ফের চালু করা হয়।
নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী ক্রিস মিন্স বলেছেন, খনির নিরাপত্তা ব্যবস্থার অনেক উন্নয়ন ঘটানো হলেও এই মৃত্যু দেখাচ্ছে যে এই খাতে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিতে কখনোই অসতর্ক হওয়া যাবে না।
