সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে অপহরণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে চরসোনারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এদিন বিকেলে আশুগঞ্জ থানায় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ভাইসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ইউএনও।

ইউএনও রাফে মোহাম্মদ ছড়া জানান, মেঘনা নদীর আশুগঞ্জ ও ভৈরব অংশে আলাদা দুটি বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। তবে অভিযোগ ছিল আশুগঞ্জ অংশে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের কাছাকাছি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। নিয়ম অনুযায়ী সরকারি স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ।

অভিযানে গিয়ে সত্যতা মেলায় পাঁচটি ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয় এবং দুইজনকে এক বছরের সাজা দেওয়া হয়। এ সময় ফেরার পথে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ভাই তারেকের নেতৃত্বে কয়েকজন স্পিডবোটে এসে ইউএনওকে বহনকারী ড্রেজারসহ অপহরণের চেষ্টা চালায়। তবে পরিস্থিতি বুঝে ইউএনও ও তার দল স্পিডবোটে করে সরে যান। এ সময় জব্দ করা একটি ড্রেজার ও দুটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

পরে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাতজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা বলেন, ইউএনও স্যার অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংগৃহীত