এনভিডিয়ার সঙ্গে এ চুক্তির মাধ্যমে আরও অনেক গাড়িতে স্বয়ংচালিত বা অটোনোমাস প্রযুক্তি যোগ করবে উবার।
সংগৃহিত
স্বয়ংচালিত গাড়ি বা অটোনোমাস প্রযুক্তিতে কোম্পানিটির পরবর্তী বড় পদক্ষেপ হিসেবে উবার, স্টেলান্টিস, লুসিড ও মার্সিডিজ-বেঞ্জ-এর মতো জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানির সঙ্গে নতুন পার্টনারশিপ ঘোষণা করেছে মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া।
এ পার্টনারশিপের লক্ষ্য এনভিডিয়ার উন্নত অটোনোমাস ড্রাইভিং বা স্বয়ংচালিত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম ব্যবহার করে ভবিষ্যতে আরও স্মার্ট, নিরাপদ ও স্বয়ংক্রিয় গাড়ি তৈরি করা বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
উবারের সঙ্গে এনভিডিয়ার চুক্তির মাধ্যমে নিজেদের আরও অনেক গাড়িতে স্বয়ংচালিত বা অটোনোমাস প্রযুক্তি যোগ করবে মার্কিন পরিবহন কোম্পানিটি।
এ পার্টনাশিপের কেন্দ্রে রয়েছে এনভিডিয়ার ‘ড্রাইভ এজিএক্স হাইপেরিওন ১০’ নামের এক সিস্টেম। এটি এমন এক কম্পিউটার ও সেন্সর প্ল্যাটফর্ম, যা যে কোনো গাড়িকে লেভেল ৪ স্বয়ংচালিত গাড়িতে রূপান্তর করতে পারে। এর সঙ্গে ব্যবহৃত হবে এনভিডিয়ার নিজস্ব ‘ড্রাইভ’ সফটওয়্যার।
এ প্রকল্পের মাধ্যমে ২০২৭ সাল থেকে শুরু করে ধীরে ধীরে উবারের স্বয়ংচালিত গাড়ির সংখ্যা বাড়তে বাড়তে এক লাখে পৌঁছাবে।
বর্তমানে বেশ কয়েকটি জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানি এখন এনভিডিয়ার সঙ্গে অটোনোমাস গাড়ি তৈরির লক্ষ্যে একসঙ্গে কাজ করছে।
স্টেলান্টিস, লুসিড ও মার্সিডিজ-বেঞ্জ এমন এনভিডিয়ার সঙ্গে মিলে এমন গাড়ি তৈরি করছে, যেখানে ব্যবহৃত হবে এনভিডিয়ার লেভেল ৪ অটোনোমাস প্রযুক্তি।
অন্যদিকে, অরোরা, ভলভো অটোনোমাস সলিউশনস ও ওয়াবি’র মতো কোম্পানিও এনভিডিয়ার সঙ্গে কাজ করছে।
মার্কিন চিপ নির্মাতা কোম্পানিটির ‘ড্রাইভ এজিএক্স হাইপেরিওন ১০’ সিস্টেমটি দূরপাল্লার পণ্যবাহী যানবাহনে বাস্তবায়নের জন্য কাজ চালিয়ে যাচ্ছে এসব কোম্পানি।