“সৌভাগ্যবশত আমার মেয়ে বুদ্ধি করে ওই খেলাটা বন্ধ করে দেয় এবং আমার স্ত্রীকে জানায়।”
হতে সংগৃহিত
অনলাইনে হেনস্থার শিকার হয়েছিলেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমারের কন্যা নিতারা। অনলাইনে গেইম খেলার সময় ১৩ বছরের ওই কিশোরীকে নগ্ন ছবি দিতে বলা হয়েছিল। সব ধরনের সাইবার অপরাধ রুখে দেওয়ার আহ্বান জানিয়ে কন্যার জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন অক্ষয়।
এনডিটিভি লিখেছে এর মধ্যে মুম্বাইয়ে ডিরেক্টর জেনারেল অব পুলিশ অফিসে ‘সাইবার সচেতনতা মাস অক্টোবর ২০২৫’-এর উদ্বোধনে উপস্থিত ছিলেন অক্ষয়।
সেখানে অক্ষয় বলেছেন, তার মেয়ে নিতারা মাস খানেক আগে অনলাইনে একটি ভিডিয়ও গেইম খেলতে শুরু করে। খেলার সময়ে এক অচেনা ব্যক্তির সঙ্গে আলাপ হয় তার। প্রথম দিকে গেইম খেলা নিয়ে সেই ব্যক্তি নিতারাকে উৎসাহ দিচ্ছিলের। ভালো খেললে তারকাকন্যাকে প্রশংসায় ভরিয়েও দিয়েছিলেন।
এর পর ওই ব্যক্তি নিতারার কাছে জানতে চান সে ছেলে নাকি মেয়ে। উত্তরে নিতারা জানিয়েছিল, সে মেয়ে।
অক্ষয় বলেন, “নিতারা একজন মেয়ে, এটা জানার পর থেকেই সেই ব্যক্তির কথা বলার ধরন বদলে যায়। ওই ব্যক্তি নিতারার কাছে নগ্ন ছবি চায়। কিন্তু, নিতারা এমন প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে সেই অনলাইন গেমটি বন্ধ করে দেয়।”
অক্ষয় বলেন, “সৌভাগ্যবশত আমার মেয়ে বুদ্ধি করে ওই খেলাটা বন্ধ করে দেয় এবং আমার স্ত্রীকে জানায়। ও যে এই কথাটা খোলাখুলি আমাদের জানাতে পেরেছে, এটাই বড় কথা।”
অক্ষয়ের পরামর্শ হল অনলাইনে এমন নানা ধরেনর ক্ষতিকর মানুষ থাকে, যারা প্রথমে মানুষের বিশ্বাস অর্জন করবে আর তার পরে নিজেদের আসল রূপ দেখাবে। তাই প্রথম থেকে সবার সাবধানে থাকা উচিত বলে মন্তব্য করেছেন অভিনেতা।